ঢাকা ফরিদপুরে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২, গ্রেপ্তার ৫৮

সরকার ঘোষিত ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় ফরিদপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে গত ৪৮ ঘণ্টায় মোট ৫৮ জনকে গ্রেপ্তার করেছে ফরিদপুর জেলা পুলিশ।

নিয়মিত মামলা, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ও চুরিসহ বিভিন্ন অভিযোগে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার সন্ধ্যায় ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম আমার দেশ’কে বিষয়টি নিশ্চিত করেন।
 
তিনি জানান “এজহার নামীয়, নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্ট ভুক্ত আসামি ও অন্যান্য অপরাধে সব মিলিয়ে গত ৪৮ ঘন্টায় ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।”
প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে একই অভিযানের অংশ হিসাবে এই ৪৮ ঘন্টার পূর্ববর্তী ৭২ ঘণ্টায় ফরিদপুর জেলায় আরও ৯৩ জনকে গ্রেপ্তার করেছিল ফরিদপুর জেলা পুলিশ।

তবে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানানো হয়েছে।

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url