বাংলাদেশে নজর দিলে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কিন্তু দূরে নয়
![]() |
| মুসলিম লীগ-এনের যুব শাখার নেতা কামরান সাঈদ উসমানি। ছবি : সংগৃহীত |
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দল মুসলিম লীগ-এনের যুব শাখার এক নেতা ভারতকে কঠোর হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়োলে পাকিস্তানের সেনাবাহিনী ও ক্ষেপণাস্ত্র এর জবাব দেবে।
কামরান সাঈদ উসমানি নামের ওই নেতা এক ভিডিও বার্তায় এই হুঁশিয়ারি দেন।
উসমানির দাবি, মুসলিম তরুণরা এই অঞ্চলে ভারতের পরিকল্পনা সম্পর্কে সতর্ক হয়ে উঠেছে।
তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান বাংলাদেশের ওপর ভারতের ‘অখণ্ড ভারত আদর্শ’ চাপিয়ে দেওয়ার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করবে।
তিনি প্রস্তাব দিয়ে বলেন, “আমাদের প্রস্তাব হলো বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে সামরিক জোট গঠন করা উচিত। বাংলাদেশে পাকিস্তানের আর পাকিস্তানে বাংলাদেশের ঘাঁটি স্থাপন করা উচিত।”
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক জোট হলে এই অঞ্চলের আঞ্চলিক শক্তির গতিপথ ব্যাপকভাবে উল্টে যাবে। সূত্র : এনডিটিভি, ইন্ডিয়া টুডে
