শিক্ষা ক্যাডারে পদোন্নতি জটিলতা নিরসনে ৮ দাবি প্রভাষক পরিষদের
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে দীর্ঘদিন ধরে চলমান পদোন্নতি জটিলতা নিরসনে ৮ দফা দাবি উত্থাপন করেছে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ। একইসঙ্গে সংগঠনটির পক্ষ থেকে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পর্যায়ে ৩৫তম ব্যাচ পর্যন্ত পদোন্নতির সরকারি আদেশ জারি করায় ধন্যবাদ জানালেও, ৩৬ ও ৩৭তম ব্যাচের পদোন্নতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়। পাশাপাশি নিয়মিত পদোন্নতি না হওয়া, পদ সৃজনের অভাব, ডিপিসি না বসানোসহ মূল সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের জন্য জোরালো উদ্যোগের আহ্বান জানানো হয়।
