এসওএসবির নতুন নেতৃত্বে সারফুজ্জামান-মনির
বাংলাদেশে সার্জনদের সবচেয়ে বড় পেশাগত সংগঠন সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ (এসওএসবি)-এর ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব পেয়েছে এসওএসবি। নির্বাচনে নতুন মেয়াদে সভাপতি হয়েছেন পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক এ এম এস এম সারফুজ্জামান (রুবেল) এবং মহাসচিব হয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সার্জারির অধ্যাপক মনির হোসেন খান। দুজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
